২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্বাচিত ১০০টি নতুন গানের সুরারোপ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও তাঁর কীর্তি ও জীবনের বিভিন্ন দিক নিয়ে রচিত প্রবন্ধ নিয়ে ভিন্ন ভিন্ন দুটো সংকলন প্রকাশ করবে । উক্ত সংকলনের জন্য দিনাজপুর জেলার কবি, লেখক ও গীতিকারদের নিকট থেকে কবিতা, প্রবন্ধ ও গান আহ্বান করা যাচ্ছে । আগামী ২০ এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আগ্রহী সম্মানিত কবি, লেখক ও গীতিকারদেরকে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা, প্রবন্ধ ও গান জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুরে প্রেরণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুর। ধন্যবাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস