বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার সাত বছর পর ১৯৮১ সালে দিনাজপুর জেলা শাখা প্রতিষ্ঠিত হয়।এর আগে এটি শিল্পকলা পরিষদ নামে পরিচিত ছিল।০.৭০৫০ একর জমির উপর প্রশাসনিক ও প্রশিক্ষন ভবন এবং মিলনায়তন স্থাপিত। নতুন এই কমপ্লেক্স ভবনটি ১৮ই মে ২০১০ ইং তারিখে উদ্বোধন করা হয়।এখানে ১৩ কক্ষ বিশিষ্ট দ্বিতল প্রশাসনিক ভবন ও ৫০০ আসন বিশিষ্ট মিলনায়তন রয়েছে।জেলা শিল্পকলা একাডেমী, দিনাজপুরের কমপ্লেক্স দিনাজপুর শহরের কালিতলা নামক এলাকায় এই সাংস্কৃতিক কেন্দ্রটি অবস্থিত। প্রতিষ্ঠাকালিন সময়ে সাধারন সম্পাদক ছিলেন জনাব সাজাহান শাহ, সদস্য সচিব ছিলেন বি মজুমদার(অতিরিক্ত জেলা প্রশাসক)।সভাপতিছিলেন জেলা প্রশাসক জনাব এম টি উদ্দিন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS